ভবানী ভবনে হাজিরা দিতে গিয়ে সরকারকে কাঠগড়ায় তুললেন অর্জুন সিং

কলকাতা : ভাটপাড়া পুরসভা থেকে চেয়ারম্যান রিলিফ ফান্ডের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগে ভবানী ভবনে হাজিরা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ২০২০ সালের ২৫ আগস্ট দায়ের করা মামলায় বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠায় তদন্তকারী সংস্থা।

হাজিরার আগে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের সামনে অর্জুন সিং অভিযোগ করেন, তাঁকে অযথা হয়রানি করা হচ্ছে। তিনি জানান, “সরকারি টাকা দেরিতে এলে চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা দিয়ে অস্থায়ী কর্মীদের বেতন এবং বিধবা পেনশন দেওয়া হতো। অথচ সেই কারণেই এখন আমাকে হেনস্থা করা হচ্ছে। বারবার তলবের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

পুরানো স্মৃতি তুলে এনে অর্জুন সিং বলেন, “বাম আমলে পার্থ ভৌমিকের এমন অবস্থা ছিল যে, তাঁর বিড়ি খাওয়ার পয়সা ছিল না। নৈহাটিতে অঞ্জন দাশগুপ্তের ভয়ে মিটিং করাও তাঁর পক্ষে সম্ভব ছিল না। তখন নৈহাটিতে তৃণমূল করতেন অশোক চ্যাটার্জি, যিনি মার খেয়ে তৃণমূল করতেন। পার্থ ভৌমিক তো ২০১১ সালের প্রডাক্ট। এখন তিনি বড় বড় কথা বলছেন।”

মালদায় তৃণমূল কাউন্সিলরের খুনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে অর্জুন সিং বলেন, “নরেন্দ্রনাথ তেওয়ারিকে বলির পাঠা করা হয়েছে।”

তদন্ত সংক্রান্ত বিষয়ে অর্জুন সিংয়ের বক্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে। তদন্তকারীদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা না হলেও, প্রাক্তন সাংসদের অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা দেখার জন্য সবাই নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *