বাংলাদেশের মতো পরিস্থিতি আগামীতে বাংলাতেও হতে পারে আশঙ্কা অর্জুন সিংয়ের

বিশ্বজিৎ নাথ : বাংলাদেশের মতো পরিস্থিতি আগামীতে বাংলাতেও হতে পারে। এমনই আশঙ্কা করছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুধু তাই নয়, তাঁর আশঙ্কা, জেলে দুষ্কৃতীদের হাতে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু খুনও হয়ে যেতে পারেন। প্রসঙ্গত, বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন বেলঘড়িয়া থানার কামারহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর সোনার বাংলা এলাকার যুবক সায়ন ঘোষ। মঙ্গলবার বেলায় বেলঘড়িয়া গিয়ে সায়নের মুখ থেকে বাংলাদেশের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলেন তিনি।

Arjun Singh fears that the situation in Bangladesh may be similar in the future

সায়নের পরিবারের পাশে থাকার আশ্বাসও তিনি দিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ঝুঁকি নিয়ে সায়ন বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়েছিল। ঠাকুরের আশীর্বাদে প্রাণ হাতে নিয়ে সে বাড়ি ফিরেছে। এটাই বড় বিষয়। এদিন তিনি দাবি করলেন, বাংলাদেশে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রাপোল সীমান্তের সভা মঞ্চ থেকে তিনি মোদীজীর কাছে আবেদন করেছেন, ওদেশে সেনাবাহিনী নামিয়ে সনাতনীদের জন্য একটা নতুন রাষ্ট্র করা উচিত। অপরদিকে আক্রান্ত যুবক সায়ন ঘোষ বলেন, সবার আগে তাঁর পরিচয় তিনি একজন ভারতীয়। তবে রাজনৈতিক নেতারা আসছেন এবং তাঁকে সাহস যোগাচ্ছেন। তবে তিনি রাজনীতিতে জড়াতে চাইছেন না। তিনি চাইছেন, দোষীরা যাতে শাস্তি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *