বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৬ আগস্ট’২৩ : মঙ্গলবার রাতে পানিহাটিতে ভারত মাতার পুজোয় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের সাংসদকে কটাক্ষ করেছিলেন। শুভেন্দুর বক্তব্য ছিল, যেই চুক্তিতে ভাইপো ওনাকে নিয়েছিলেন। হয়তো ভাইপো সেই চুক্তি রাখতে পারেন নি। তাই ওনি বেসুরো কথা বলছেন। শুভেন্দুর কটূক্তির পাল্টা জবাবে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন, ওনি ব্যারাকপুরে এসে ইলেকশন লড়াই করুন। ওনাকে ব্যারাকপুরে দাঁড়ানোর আমন্ত্রণ জানাচ্ছি। কতধানে কত চাল সেটা বুঝে নেব। লোড শেডিং করে এজেন্সি কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীকে হারানো হয়েছে বলে এদিন জোরের সঙ্গে দাবি করলেন ব্যারাকপুরের সাংসদ।
