বিশ্বজিৎ নাথ : মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তরজা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। সীমান্তে অশান্তির জন্য বিএসএফের একাংশকে দায়ী করে কুণালের বক্তব্য, ‘‘সীমান্ত পেরিয়ে যারা হামলা চালাচ্ছে, তাদের মদত দিচ্ছে বিএসএফের একাংশ।’’

এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা আক্রমণে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “দেশের সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে এভাবে মন্তব্য করায় কুণাল ঘোষকে অবিলম্বে গ্রেফতার করে জেলে পাঠানো উচিত। কে ওকে এসব বলাচ্ছেন— পিসি না ভাইপো, সেটা জানি না। তবে এর জবাবদিহি হওয়া জরুরি।”
সীমান্ত রক্ষাকারী সংস্থাকে ঘিরে এমন মন্তব্যে ক্ষোভের সুর দলে এবং দলের বাইরেও। রাজনৈতিক বক্তব্য যখন দেশের নিরাপত্তা সংস্থার মর্যাদায় আঘাত হানে, তখন তা নতুন করে ভাবনার দিক দেখাচ্ছে— এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। উত্তাল রাজনীতি, তার মাঝেই মানবিক প্রশ্ন— বক্তব্যের সীমারেখা কি পেরিয়ে যাচ্ছে কিছু কিছু মুখপাত্র?