বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২ এপ্রিল’২৪ : মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পয়সা দিয়ে পার্টি চালান। মঙ্গলবার জগদ্দলের মাদ্রালে বজরংবলী মন্দিরে শক্তি দেবের কাছে পুজো দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রসঙ্গত, সন্দেশখালিতে লাগাতার আন্দোলনের জেরে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পয়সা দিয়ে পার্টি চালান। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার সকলের। কিন্তু যদি সন্দেশখালিতে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়। এটা কাম্য নয়।
