বিশ্বজিৎ নাথ : সুপ্রিম কোর্ট তৃণমূল সরকারকে বরখাস্ত করবে। নবান্ন অভিযানে যোগ দিতে মঙ্গলবার সকালে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

বরখাস্তের কারন হিসেবে তাঁর ব্যাখ্যা, যেখানে সুপ্রিম কোর্ট বলছে কোনও অহিংসা আন্দোলনকে রোখা যাবে না। অথচ ছাত্র সমাজের সেই আন্দোলন রুখতে মরিয়া রাজ্যের পুলিশ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী অশুভ শক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। পুরানো স্মৃতি স্মরণে এনে তিনি বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশকে দিয়ে সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলন থামানোর চেষ্টা করেছিলেন। ফলস্বরূপ বুদ্ধদেব ভট্টাচার্যকে চলে যেতে হয়েছিল। সেই একই পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।