বিশ্বজিৎ নাথ : দিদিমণি কাকে বাঁচাতে চাইছেন, তা দু’তিন দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি,আর জি কর কাণ্ডের নেপথ্যে বড় ধরনের চক্র আছে। অর্গান পাচার থেকে শুরু করে মরদেহ পাচার, ওষুধ চুরি করে বিক্রি করা সবই ওখানে চলতো। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মাসে ২০ কোটি টাকা কামাতেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় কোনওদিন পদত্যাগ করবেন না। ওনাকে নবান্ন থেকে টেনে নামাবো। প্রসঙ্গত, বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযান করতে পুলিশ বাধা দেয়। এমনকি দলীয় কর্মীদের মারধোর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন রাজ্যের সমস্ত থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। উক্ত কর্মসূচিতে প্রাক্তন সাংসদ ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, জেলার সম্পাদক কুন্দন সিং, ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, বিজেপি নেত্রী সোমা দাস প্রমুখ।
