বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৬ মার্চ’২৪ : শুক্রবার বিকেলে দিল্লিতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের হাত ধরে ফের বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। দিল্লি থেকে মধ্যরাতে বাড়ি ফেরার সময় কলকাতা বিমানবন্দরে দলীয় কর্মী ও তাঁর অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিমান বন্দরেই কেউ গলায় পরিয়ে, আবার কেউ পুষ্পস্তবক দিয়ে সাংসদকে স্বাগত জানান।

গভীর রাতে কর্মীদের অভ্যর্থনায় আপ্লুত সাংসদ অর্জুন সিং। জগদ্দলের মজদুর ভবনে নিজের বাড়িতে পৌঁছতেই অকাল দীপাবলির চেহারা নেয় গোটা এলাকা। মজদুর ভবনে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, দল যা দ্বায়িত্ব দেবে। তা অক্ষরে অক্ষরে পালন করবো। তৃণমূলের অত্যাচারের প্রতিবাদ করবো।

সাংসদের কথায়, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। সাংসদের ধারনা, তৃণমূলের ভবিষ্যৎ খুব খারাপ। ২০২৯ সালে দেশে ‘ওয়ান নেশন, ওয়ান ভোট’ চালু হবে। তাহলে ২০২৬ সালে রাষ্ট্রপতি শাসন জারি হবার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তখন রাজ্যের গুন্ডা-মস্তান ও পুলিশের কি অবস্থা হবে, প্রশ্ন সাংসদ অর্জুন সিংয়ের।