কলকাতা : আড়িয়াদহের ভাইরাল ভিডিও ইস্যুতে বৃহস্পতিবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাবার সময় কলকাতা বিমান বন্দরে মুম্বাই যাবার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২০২১ সালের ঘটনা নিয়ে তাঁর ইলেকশন ড্যামেজ করার জন্য গত ৭২ ঘণ্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখানো হয়েছে। অথচ সেই সময়টা ওখানকার সাংসদ ছিলেন অর্জুন সিং। এমনকি যারা ঘটনায় অভিযুক্ত, তারা কিন্তু গ্রেপ্তার হয়ে হয়ে এখনও জেলে আছে। মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের কটাক্ষ, বাংলার মানুষের দুর্ভাগ্য আড়িয়াদহ কোন লোকসভা, আর কোন বিধানসভার মধ্যে পড়ে, তা উনি জানেন না। আড়িয়াদহ ব্যারাকপুর নয়। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। প্রাক্তন সাংসদের কথায়, আসলে তিনি বিজেপির হয়ে লড়াই করেন বলেই মুখ্যমন্ত্রী তাঁর নাম নিয়েছেন। যাতে নতুন করে কিছু মামলায় তাঁকে ফাঁসানো যায়।
