বিশ্বজিৎ নাথ : ভাটপাড়া পৌরসভায় আর্থিক তছরুপের মামলায় সিআইডি-র তলব পেয়ে আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন সকাল ৯-৩০ নাগাদ জগদ্দলের মজদুর ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, মিথ্যা একটা মামলায় ২০২০ সাল থেকে তাঁকে হেনস্থা করা হচ্ছে।

তাঁর দাবি, তাঁকে এবং শুভেন্দুকে কোনওভাবেই আটকাতে পারছে না তৃণমূল সরকার। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই তাঁদের মেরে ফেলার চক্রান্ত চলছে। তাঁর অভিযোগ, তদন্তের নামে ডেকে কেমিকেল স্প্রে করবে। রাশিয়া থেকে আনা সেই কেমিকেল শরীরে স্প্রে করলে তিন থেকে ছয় মাসের মধ্যে মাল্টি অর্গান ফেইলিওয়ের সম্ভাবনা প্রবল। তাঁর অভিযোগ, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী তাঁদের মেরে ফেলার চক্রান্ত চলছে। অর্জুনের চাঞ্চল্যকর দাবি, মাল্টি অর্গান ফেইলিওয়ে তাঁর যদি মৃত্যু হয়, তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের। সেটা তিনি আগাম জানিয়ে দিলেন।