সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর : খুনের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতাকে জামিন দিল আদালত, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবী বিজেপি নেতৃত্বের। বুধবার রাতে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধোনাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিজেপি দলের ময়নাগুড়ি দক্ষিণ মন্ডলের নেতা নিমাই দাস। উল্লেখ্য, খুঁটিমারীতে ঘটা একটি খুনের মামলায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার করা হয়েছিল এই বিজেপি নেতাকে।

যদিও বুধবার রাতে জামিনে মুক্তি পাওয়া দলীয় নেতাকে বরণ করে নিতে জলপাইগুড়ি জেলখানা মোড়ে ভিড় জমিয়েছিল দলীয় কর্মীরা। যাবতীয় নিয়ম মেনে রাতে সংশোধনাগাড় থেকে বেরিয়ে আসেন নিমাই দাস। এই প্রসঙ্গে ময়নাগুড়ি দক্ষিণ মন্ডলের বিজেপি কর্মী অমল রায় বলেন, তৃণমূলের প্রশাসন এবং কিছু নেতার মদতে নিমাই দাসকে খুনের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে দলের বিভিন্ন নেতাদের থেকে আমরা এই বিষয়ে যে সাহায্য পেয়েছি তার জন্য যেমন কৃতজ্ঞ, পাশাপাশি দলের কিছু নেতা এই দুর্দিনে নিমাই দাসকে চিনতেই পারছেন না বলে শুনছি, তাতে অবাক হচ্ছি।