গ্রেপ্তার কালীঘাটের কাকু, এরপর কে?

ডিজিটাল ডেস্ক, ৩১ মে ২০২৩ : নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার কালীঘাটের কাকু ওরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে দফায় দফায় প্রায় বারো ঘন্টা ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেপ্তার করে ইডি। উল্লেখ্য, অভিষেকের কর্মচারী হিসাবে পরিচয় দিয়েছিলেন সুজয়কৃষ্ণ। তাঁকে “সাহেব” বলে সম্বোধন করেন। জানা গেছে, এদিন জেরার সময়ে একাধিক প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন সুজয় কৃষ্ণ। বেশ কিছু প্রশ্নের বিভ্রান্তিকর উত্তর দেন। জেরার সময়ে একাধিকবার মেজাজ হারান সুজয়কৃষ্ণ। এরপর সমস্ত বিষয় দিল্লির ইডির সদর দপ্তরে জানানো হয় এবং সেখান থেকে নির্দেশ আসতেই রাতে গ্রেপ্তার করা হয় সুজয়কৃষ্ণ কে।

উল্লেখ্য, ইতিপূর্বে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার কুন্তল ঘোষ, তাপস মন্ডল, গোপাল দলপতিদের কাছ থেকেই কালীঘাটের কাকুর সন্ধান পেয়েছিল ইডি। নিয়োগ দুর্নীতির টাকা এই কাকুর কাছে পাঠানো হতো বলে দাবি করেছিলেন কুন্তল, গোপালরা। তদন্তে নেমে ইডি সুজয়কৃষ্ণের বেহালার বাড়ি ও অফিসে তল্লাদি চালিয়ে বিরাট সম্পত্তির খোঁজ পায়। ইডির দাবি, তিনটে কোম্পানি খুলে নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা করতেন কালীঘাটের কাকু। এছাড়াও তার স্ত্রীর একাউন্ট থেকেও বড় অংকের টাকা লেনদেন করতেন তিনি। তার সব প্রমান আছে ইডির কাছে। মঙ্গলবার এইসব প্রশ্নের সঠিক উত্তর না পাওয়ার পরেই গ্রেপ্তার করা হয় সুজয়কৃষ্ণকে।

আজ, বুধবার আদালতে তোলা হবে তাঁকে। তাঁকে রিমান্ডে নেওয়া হবে। এরপরে দফায় দফায় জেরা করা হবে তাঁকে। কালীঘাটের কাকু গ্রেপ্তার হতেই বিজেপির কটাক্ষ, এবার অভিষেকের গ্রেপ্তার হওয়া সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *