সংবাদদাতা, জলপাইগুড়ি : আমন ধান ঘরে আসতেই ধান রাখার ডুলির চাহিদা বেড়েছে জলপাইগুড়িতে। আর এই ডুলি তৈরী করতে সুদূর বিহার থেকে জলপাইগুড়ি এসেছেন কারিগরেরা। প্রতিবারের মতো এবারও তারা জলপাইগুড়ির পাহাড়পুর জাতীয় সড়কের পাশেই নিজের হাতেই তৈরী করছেন বিভিন্ন আকারের ডুলি।

এক কারিগর আনত মাহাতো বলেন, আমন ধান ঘরে তোলার আগেই জলপাইগুড়িতে আসি প্রতিবার। বাঁশ দিয়ে ধান রাখার ডুলি তৈরী করে জলপাইগুড়ির বিভিন্ন হাটে বিক্রি করি। বর্তমান বাজারে বাঁশের যা দাম তাতে ডুলি বিক্রি করে পোষায় না। তবে গতবারের তুলনায় দাম একটু বেড়েছে বলে তিনি জানান। ছোট ডুলি পাঁচশো টাকা দিয়ে শুরু। এক হাজার টাকা পর্যন্ত মূল্যের ডুলি তৈরী করেন তিনি। এখন গ্রামে ধান ঝারাইয়ের কাজ শুরু হয়েছে। তার পাশাপাশি ডুলি বিক্রিও চলছে বলে জানান কারিগর আনত মাহাতো।