জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হতেই অকাল হোলীতে মাতলো পরীক্ষার্থীরা (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি : এবছরের মাধ্যমিক পরীক্ষা (২০২৩) শুরু হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি। শেষ হবে ৪ঠা মার্চ। এবছর মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি জেলাতে মোট ৯৮ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২২টি প্রধান পরীক্ষা কেন্দ্র ছিল । উল্লেখ্য এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৬০০জন। ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ছিল বেশী। ছাত্রী সংখ্যা ছিল ১৪ হাজার ৪০০জন এবং ছাত্র ১০ হাজার ২০০ জন। আজ শুক্রবার সপ্তম দিনের মাথায় এবছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হল। আজ ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল। আগামীকাল ঐচ্ছিক পরীক্ষা। এদিন মাধ্যমিক পরীক্ষার শেষ হতেই অকাল হোলীতে মাত্রলেন ছাত্র-ছাত্রীরা।

এদিন মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই জলপাইগুড়ি হিন্দি হাই স্কুল এবং জলপাইগুড়ি মাড়ওয়ারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা হোলী খেলায় মেতে উঠলেন। ছাত্রছাত্রীরা জানায় তাদের পরীক্ষা আজ শেষ হয়েছে সেই কারণেই তারা অকাল হোলীতে মেতে উঠেছে। ছাত্রছাত্রীরা জানান তাদের আজকের পরীক্ষা ভালই হয়েছে পাশাপাশি যেহেতু মাধ্যমিক পরীক্ষা একটা বিরাট চাপের পরীক্ষা এবং বড় পরীক্ষা সে ক্ষেত্রে একটা মানসিক চাপ ছিলই আজ পরীক্ষা শেষ হয় তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং বন্ধু-বান্ধবদের মধ্যে সেই জন্যই কিন্তু তারা হোলি খেলায় মেতেছে‌‌। নীচে রইল সেই ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *