আগুনে পুড়ে ছাই বিধবা মহিলার ঘর সহ দুই ছেলের বসতবাড়ি! চার নাবালক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

আমিরুল ইসলাম, মালদা, ১৭ সেপ্টেম্বর’২৩ : ভয়াবহ আগুনে পুড়ে ছাই এক বিধবা মহিলার ঘর সহ দুই ছেলের বসতবাড়ি। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ রবিবার দুপুর ১২ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল গ্রামে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেনা বেওয়া (৬৮) ও তার দুই ছেলে মহম্মদ কালাম ও আমেরুল হকের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত আমেরুল হকের স্ত্রী মাজেরা বিবি দুই নাবালিকা কন্যা সন্তানকে বাড়িতে রেখে মাঠে ধানের জমিতে জল দিতে গিয়েছিল। এই সুযোগে তার বড় মেয়ে মুসকান খাতুন (১০) রান্না ঘরের উনুনে ভাত চাপিয়ে রান্না করছিল।

অসাবধানতার কারণে রান্নাঘরে আগুন ধরে যায়। সেই আগুন নিমেষের মধ্যে আমেনা বেওয়া ও মহম্মদ কালামের বাড়িতে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান।খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, মজুত শস্য ও নগদ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে খবর।

ক্ষতিগ্রস্ত আমেনা বেওয়া জানান, তার দুই ছেলে ও তার একমাত্র বসতবাড়ি সহ তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বাড়িতে রাখা ছিল গোরু বিক্রি করা ও ভাতার ৩০ হাজার টাকা। সেই টাকাগুলিও পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো জানান, তার ছোট ছেলে মহম্মদ কালামের স্ত্রী তিন মাস আগে মারা গেছে। বাড়িতে চার নাবালক সন্তানকে রেখে দুই দিন আগে ভিন রাজ্য উড়িশায় পাইপ লাইনের কাজ করতে গেছে সে।

Ash widow woman's house with two boys home!

অপরদিকে তার সেজো ছেলে আমেরুল হকও ভিন রাজ্য পাঞ্জাবে কাজ করতে গেছে। ইতিমধ্যে এই কান্ড। এখন কিভাবে নতুন বাড়ি তৈরি করবেন এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ রাহেব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব রকমের সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *