অশনি’র জের : দুই বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা, ১১ মে ২০২২ : একনজরে জেনে নিন বুধবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। ঘূর্ণিঝড় “অশনি” তার শক্তি হারিয়ে এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে অন্ধ্রপ্রদেশ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে অবস্থান করছে। এর অভিমুখ উত্তর- উত্তরপূর্ব দিকে। বুধবার সন্ধ্যেবেলা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর আরও দুর্বল হয়ে আগামী কাল সকালে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। আমাদের রাজ্যে এর সরাসরি কোনো প্রভাব নেই, তবে এর প্রভাবে আজ এবং কাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। মৎস্যজীবীদের ১৩ তারিখ পর্যন্ত মাছ ধরতে নিষেধ করা হয়েছে। ১১ থেকে ১৫ মে পর্যন্ত বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের রাজ্যগুলিতে। এর মূলত কারণ দক্ষিণ দক্ষিণপশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ প্রচুর বাতাস প্রবেশ করছে। এর ফলে উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টি হবে। এরমধ্যে উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহারে ১৩ ও ১৪ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আজ ও কাল তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না । কিন্তু দুদিন পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩° বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন বৃষ্টি চলবে তাই তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *