সংবাদদাতা, কলকাতা, ৯ ডিসেম্বর’২৩ : অশোকনগর থানা এলাকার তিন নাবালিকা নিখোঁজ ছিল। ওই তিন নাবালিকার বাড়ির লোকেরা পুলিশের দ্বারস্থ হলে মাত্র বারো ঘণ্টার মধ্যেই তদন্ত নেমে হদিশ পায় নাবালিকাদের। কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত নবপল্লী কালী মন্দিরের সারদা অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট থেকে তিন নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। যদিও এই ঘটনার পেছনে এক নাবালিকার হাত রয়েছে বলে মনে করছে পুলিশ। তাকে পুলিশ গ্রেফতার করে জুভেনাইল আদালতে পাঠিয়ে দেয়। এছাড়া এই নিখোঁজের ঘটনার সঙ্গে যুক্ত ৫২ বছরের সুদর্শন অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে কী উদ্দেশ্য রয়েছে এই নিখোঁজের পিছনে? বাড়ির নাবালিকাদের ফিরে পেয়ে পুলিশকে বাহবা দিচ্ছে পরিবার।
