বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১০ মার্চ’২৪ : ব্রিগেডের জন গর্জন সভা থেকে আজ ঘোষিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। সেই তালিকায় ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে ঠাঁই মেলেনি অর্জুন সিংয়ের নাম। ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে।
অর্জুন সিংকে প্রার্থী করার দাবিতে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী-সমর্থকরা। বেঞ্চ ও লোহার পাইপ ফেলে তারা রাস্তা অবরোধ করেন। রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যশোর রোডে। ১৫ মিনিট অবরোধ চলার পর দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়।
সেইসাথে অর্জুন সিংকে টিকিট না দেওয়ায় ক্ষোভে জগদ্দলেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মীরা। রবিবার সন্ধেয় জগদ্দলের মেঘনা মোড় অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শিল্পাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ ঘোষপাড়া রোড। দীর্ঘক্ষন অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয়।
এদিকে টিকিট না পেয়ে আক্ষেপের সূর অর্জুনের কন্ঠে। রবিবার সন্ধেয় জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং জানান, ব্যারাকপুর কেন্দ্রে টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ টালবাহানার পর শেষ মুহূর্তে তাঁকে ধোঁকা দেওয়া হল। তাঁর দাবি, তৃণমূলে ফেরার সময় যদি বলে দিত টিকিট দেওয়া হবে না। তাহলে পুরানো দলে ফিরতাম না।