জলপাইগুড়ি : জলপাইগুড়ির ভাটা খানা এলাকায় ভুট্টা খেতে দুষ্কৃতীর তাণ্ডবে ক্ষতির মুখে পড়লেন চাষিরা। রাতের অন্ধকারে কে বা কারা কয়েক বিঘা জুড়ে থাকা ভুট্টা খেত নষ্ট করে দিয়ে যায়। এতে বিপুল ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার চাষিরা।
জানা গেছে, জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের ভাটা খানা এলাকায় কয়েকজন চাষি কয়েক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন। তাদের ফলন প্রায় বাজারে বিক্রির জন্য প্রস্তুত ছিল। কিন্তু রহস্যজনকভাবে রাতের অন্ধকারে কেউ সেই ভুট্টা খেত নষ্ট করে দিয়ে যায়।
একজন চাষি বলেন, “আমরা বুঝতে পারছি না কেন আমাদের ভুট্টা খেত নষ্ট করা হচ্ছে। প্রায় এক মাস ধরে এরকম চলছে। পাঁচ-সাত দিন অন্তর এসে কেউ গাছ ভেঙে দিয়ে যাচ্ছে। এবার আমরা পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা ভাবছি।”
চাষিদের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত তাঁরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাননি। তবে এবার ক্ষতির পরিমাণ এবং পরিস্থিতির কথা বিবেচনা করে পুলিশকে জানাবেন বলে জানিয়েছেন।
চাষিরা এখন পুলিশের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। তাঁদের আশা, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।