সমস্যা হল রাজ্যের কংগ্রেস নেতারা বারবার ন্যায় যাত্রা নিয়ে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বললেও দিল্লির কংগ্রেস নেতারা ইন্ডিয়া জোট সঙ্গী তৃণমূলের বিরুদ্ধে অসহযোগিতার কোন শব্দ খরচ করছেন না
সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ জানুয়ারি’২৪ : বুধবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহার থেকে পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রবেশ করতেই খবরের শিরোনামে। এদিন মালদা জেলায় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে যায় দুষ্কৃতিদের ছোঁড়া পাথরের আঘাতে।

যদিও এই ঘটনায় কংগ্রেস সাংসদ তথা সোনিয়া পুত্র রাহুল গান্ধীর কোনো আঘাত লাগেনি, সঙ্গে থাকা বিশেষ নিরাপত্তা কর্মীরা দ্রুত রাহুল গান্ধীকে নিরাপদ স্থানে নিয়ে যায় বলে সূত্রের খবর। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সন্ধ্যায় পথে নেমে আন্দোলন করতে দেখা যায়। জেলা কংগ্রেসে কার্যালয় রাজীব ভবন থেকে জেলা সভাপতি পিনাকী সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে মিছিল করে মালদার ঘটনার জন্য রাজ্য সরকারকে ভর্ৎসনা করে কোতোয়ালি থানা পর্যন্ত মিছিল করে।

কিন্তু সমস্যা হল রাজ্যের কংগ্রেস নেতারা বারবার ন্যায় যাত্রা নিয়ে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বললেও দিল্লির কংগ্রেস নেতারা ইন্ডিয়া জোট সঙ্গী তৃণমূলের বিরুদ্ধে অসহযোগিতার কোন শব্দ খরচ করছেন না, বরং জয়রাম রমেশের মতো প্রবীণ কংগ্রেস নেতাদের কণ্ঠে বারবার তৃণমূল সুপ্রিমোর প্রশংসা শোনা যাচ্ছে।

রাহুল গান্ধীর গাড়িতে আক্রমণ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, আজ মালদায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার ওপর আক্রমণ হয়েছে, এর তীব্র নিন্দা করে রাজ্য সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই ভাবে রাহুল গান্ধী এবং কংগ্রেস দলকে আটকে রাখা যাবে না।