জলপাইগুড়িতে হোমিওপ্যাথি কলেজ গড়ার চেষ্টা ;
জমি পরিদর্শন রাজ্যের দুই স্বাস্থ্য আধিকারিকের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ সেপ্টেম্বর : জলপাইগুড়িতে হোমিওপ্যাথি কলেজ গড়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কলেজের জন্য প্রায় দশ একর জমি চিহ্নিত করা হয়েছে। জলপাইগুড়ি শহরের ডাঙা পাড়ায় বৃহস্পতিবার নির্ধারিত জমি পরিদর্শন করেছেন রাজ্যের দুই স্বাস্থ্য আধিকারিক আশীষ কুমার ঘোষ ও শ্যামল মণ্ডল। এদিন জেলার হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিৎসার পরিকাঠামো পরিদর্শন করেন। আশীষ কুমার ঘোষ বলেন, “জলপাইগুড়িতে হোমিওপ্যাথি কলেজ গড়ার বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হবে। একই সঙ্গে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিৎসার প্রসারে আরও বেশি জোর দেওয়া হচ্ছে।” এরই পাশাপাশি এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর প্রাইমারি হেলথ সেন্টার স্টেট হোমিওপ্যাথিক ডিসপেনসারী পরিদর্শন করেন রাজ্যের দুই স্বাস্থ্য আধিকারিক সহ জেলার স্বাস্থ্য আধিকারিকরা। ডাঙা পাড়ার বর্ষীয়ান নাগরিক রঞ্জিত কুমার মিত্র জানান, স্বাস্থ্য আধিকারিকরা আশ্বাস দিয়েছেন এখানে দ্রুত হেলথ সেন্টার তৈরি করা হবে। তাতে গর্ভবতী মায়েদের চিকিৎসার পাশাপাশি ইনডোর ও আউটডোর পরিষেবার ব্যবস্থা থাকবে। তিনি বলেন, এখানে ফের হেলথ সেন্টার হলে স্থানীয়দের সাথে খড়িয়া ও বাহাদুর অঞ্চলের মানুষরা ভীষণভাবে উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *