শিলিগুড়ি, ৯ মে: শিলিগুড়ি পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের সুভাষনগরের কমিউনিটি রোডে চাঞ্চল্যকর এক ঘটনা। গোপনে স্নানরত এক মহিলার ভিডিও করার সময় হাতে নাতে ধরা পড়ল নীতিশ বর্মন নামে বছর ৩৮-এর এক ব্যক্তি। অভিযোগ, সকাল ৯টা নাগাদ নিজের মোবাইলে ভিডিও তুলছিল সে। কিন্তু এই নোংরা কাজ করতে গিয়েই পাল্টা ধরিয়ে দেয় এক প্রতিবাদী মহিলা। পেছন থেকে ধরে ফেলেন তিনি, সঙ্গে সঙ্গে এলাকাবাসী এসে ঘিরে ফেলেন অভিযুক্তকে।

স্থানীয় মহিলারা তখনই নিজেদের হাতে তুলে নেন শাস্তির ভার—জুতার বাড়ি ও কানধরে ওঠবস করিয়ে দেওয়া হয় অভিযুক্তকে। উপস্থিত জনতার কাছে হাতজোড় করে ক্ষমা চাইতেও বাধ্য হয় সে।
জানা গেছে, অভিযুক্ত নীতিশবাবু বছর খানেক ধরে ওই এলাকায় পরিবারসহ ভাড়া থাকেন। তার স্ত্রী এবং এক কিশোর পুত্রও রয়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও মহিলাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাতে দেখা গেছে তাকে। তবে এবার মোবাইল হাতে এমন কাজে ধরা পড়তেই মাথায় রক্ত চড়ে যায় এলাকাবাসীর।
ঘটনার খবর পৌঁছায় ভক্তিনগর থানায়। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ সূত্র। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।
একটি বার্তা স্পষ্ট: নারীর ব্যক্তিগত পরিসর লঙ্ঘনের যে কোনও চেষ্টা বরদাস্ত করবে না সমাজ। জনতার প্রতিবাদই রুখে দিতে পারে এমন বিকৃত মানসিকতা।