নিজেদের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৭ জুন ২০২২ : গাড়ির সামনে লেখা ‘অন ডিউটি গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’ সেই গাড়ি ব্যবহার করে জাতীয় সড়কে ডাকাতি করার ছক, অভিযোগ পেয়ে ডাকাতির ছক ভেস্তে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গ্রেফতার দুই যুবক। অন্যদিকে ডাকাত দলের আরও চার সঙ্গী পুলিশকে দেখেই পালিয়ে যায় বলে দাবি। তাঁদের খোঁজে তল্লাশি চলছে জানায় পুলিশ। মঙ্গলবার জেলা আদালতে ধৃতদের তুলে জেরা করতে পুলিশ নিজেদের হেফাজতে নেবে বলে জানায়।

সোমবার গভীর রাতে জলপাইগুড়ি রানীনগরের জাতীয় সড়কের ওভারব্রিজে গাড়িটি দাঁড়িয়ে ছিল। গাড়ির সামনে ‘অন ডিউটি গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’ লেখা ছিল। জাতীয় সড়কের পিক আপ ভ্যান আটকে ডাকাতির চেষ্টা করছিল ডাকাত দল। ডাকাতদের সঙ্গে ধারালো অস্ত্র ছিল দাবি পুলিশের। পিসি পার্টির পুলিশ অভিযান চালায় চারজন যুবক পালিয়ে যায়। গ্রেফতার হয় দুই যুবক, ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়। পুলিশ ছোট গাড়ি বাজেয়াপ্ত করে দুজনকে গ্রেফতার করল। পুলিশ জানায়, ধৃতরা হলেন মৃদুল মন্ডল, রানিনগরের চেওড়াপাড়া পাড়ার বাসিন্দা ও বীজন শর্মা বেলাকোবার শোভাভিটার বাসিন্দা।

আইসি অর্ঘ্য সরকার জানিয়েছেন, ডাকাতির ছক করেছিল জাতীয় সড়কে ধৃতরা। গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের হেপাজতে নিয়ে বাকি পালিয়ে যাওয়া অভিযুক্তদের খোঁজে তল্লাশি করবে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *