পঞ্চায়েতে পেছনের দরজা দিয়ে শাসক দলকে ক্ষমতায় আনার চেষ্টা করলে প্রতিরোধ করা হবে – বিজেপি

সংবাদদাতা, জলপাইগুড়ি : ভোট দান থেকে গণনা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবী বিজেপির। নিখোঁজ তৃনমূল যুব নেতাকে গ্রেপ্তার করতে না পারাটা পুলিশের লজ্জা।পঞ্চায়েতে পেছনের দরজা দিয়ে শাসক দলকে ক্ষমতায় আনার চেষ্টা করলে প্রতিরোধ করা হবে, জানালো বিজেপি।

দেখুন ভিডিও

শনিবার জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা পুলিস সুপারের সঙ্গে দেখা করার পর এমনটাই জানালেন। এদিন জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, গত পয়লা এপ্রিল শহরের বুকে ঘটে যাওয়া জোড়া আত্নহত্যার ঘটনায় মূল অভিযুক্ত উচ্চ্ আদালতে জামিন বাতিল হওয়া নিখোঁজ তৃনমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জীকে আজও গ্রেপ্তার করতে না পারাটা পুলিশের কাছে লজ্জার বিষয়।

বাপী গোস্বামী

পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বলেন, সমগ্র রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে, এমন অবস্থায় আমরা ভোট গ্রহণ থেকে গণনার কাজ সম্পূর্ন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় করার দাবী যেমন জানিয়েছি তার সাথে আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এটাও বলছি, যদি প্রশাসন এবং নির্বাচন কমিশন পেছনের দরজা দিয়ে শাসক দলকে ক্ষমতায় আনার চেষ্টা করে সেই ক্ষেত্রে প্রতিরোধ করা হবে এবং এর ফলে যদি আইনশঙ্খলা জনিত সমস্যা তৈরি হয় তার জন্য দায়ী থাকবে কমিশন এবং প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *