কাচের বোতলের বস্তার আড়ালে কাঠ পাচারের চেষ্টা; উদ্ধার ৩০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ অক্টোবর : ফের কাচের বোতলের বস্তার আড়ালে কাঠ পাচারের আগেই লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করলেন বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা, গ্রেফতার ২ জন। শুক্রবার সকালে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয়।

Attempts to smuggle wood behind glass bottle sacks;  Barmatic wood worth 30 lakh rupees recovered

এদিন ভোরে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের পানিকৌরি এলাকা থেকে ট্রাক বোঝাই প্রায় ৩০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম উপেন্দ্র কুমার জয়সওয়াল ও সন্তোষ সিং। তারা উত্তর প্রদেশ ও কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। জেরায় জানা যায়, গৌহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলিকে। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *