নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ মে ২০২২ : দিনে দুপুরে চুরির চেষ্টা জলপাইগুড়ি শহরে। এবার জলপাইগুড়ি শহরে দিনের বেলায় বাড়ির জানালা দরজা চুরির চেষ্টা, ধৃত তিন দুষ্কৃতী। এমন চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের জে সি বোস লেনের নাগরিকেরা।
শনিবার এলাকার একটি ফাঁকা বাড়ির কাঠের জানালা, দরজা খুলে নিয়ে যেতে দেখেন প্রতিবেশীরা। এরপরেই চিৎকার করলে আশপাশের মানুষ এসে আটক করে তিন দুষ্কৃতীকে। পরবর্তীতে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক তিন দুষ্কৃতীকে থানায় নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী সুদীপন ধর জানান, একটি বাড়ি যেটাতে বর্তমানে কেউ নেই ফাঁকা অবস্থায় রয়েছে। এই তিন দুষ্কৃতী দিনের বেলায় সেই বাড়ির ঘরের জানালা, দরজা খুলে নিয়ে যেতে থাকে। পরবর্তীতে এদের আটক করে রাখা হয় এবং পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।
