হজরত দরবেশ কালু শাহের মাজারে ঔরস মোবারক উৎসব

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ মার্চ’২৪ : হজরত দশবেশ কালু শাহ বাবার ৯৫ তম মৃত্যুবার্ষিকী ঔরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি চার নম্বর ঘুমটি পুরাতন মসজিদে। এই উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী মেলা। আয়োজনে কালু সাহেব মসজিদ ও মাজার কমিটি। প্রতিবছর এই মেলাতে অসংখ্য সকল ধর্মের মানুষ মিলিত হয়। মেলাতে থাকে রকমারি দোকান এর সাথে থাকে বিভিন্ন অনুষ্ঠান। দূর-দূরান্ত থেকে মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে। আজ ও আগামীকাল চলবে এই মেলা। সাথে একটি নতুন ভবনেরও এখানে উদ্বোধন হবে আগামীকাল। মেলা কে কেন্দ্র করে চার নম্বর পুরাতন মসজিদে নামাজ থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *