ডিজিটাল ডেস্ক : শুরুতেই ধাক্কা। টসে হেরে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। সারা ভারত আজ তাকিয়ে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে। সকলের আশা আজ ১২ বছর পর ফের ক্রিকেটে বিশ্বজয়ী হবে ভারত।
জেনে নিন ফাইনালে দুই দলের একাদশ – ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, জশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া : ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুসেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজলউড৷