জলপাইগুড়ি : বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের নানা সমস্যা নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন হলো জলপাইগুড়ি মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ে। শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা, প্রশাসনিক আধিকারিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কিশোর বয়সে শারীরিক ও মানসিক সমস্যার ঝুঁকি এবং এর দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব। তাঁরা জানান— অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে, শিক্ষাজীবন ব্যাহত হয় এবং সমাজে নানা সমস্যার জন্ম দেয়। একইসঙ্গে কিশোর-কিশোরীদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়।

এদিন মানব পাচার, কিশোর বয়সে অপরাধে জড়িয়ে পড়া এবং ভুল পথে চলে যাওয়ার মতো গুরুতর বিষয়গুলিও আলোচনায় উঠে আসে। বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণের মাধ্যমে পড়ুয়াদের সচেতন করার চেষ্টা করেন অতিথিরা। তাঁদের বক্তব্যে জোর দেওয়া হয়— সঠিক সময়ে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা পেলে কিশোর-কিশোরীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে।
এই কর্মসূচির উদ্দেশ্য ছিল শিশু বিবাহের মতো ক্ষতিকর প্রথা রোধ করা, কিশোর বয়সে পড়ুয়াদের সঠিক দিশা দেওয়া এবং জীবনের নানা সমস্যার সমাধানে তাঁদের সচেতন করে তোলা।
