বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে ডুয়ার্সে সচেতনতামূলক র‍্যালি ও শিবির; ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাড়া

ডুয়ার্স, চালসা : বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে এদিন ডুয়ার্সের চালসা শহরে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক র‍্যালি ও শিবির। ‘সমর্পণ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সামিল হন স্থানীয় বাসিন্দা, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। সমাজে মানব পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই র‍্যালিটি চালসা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পরিক্রমা করে। ছাত্রছাত্রীদের হাতে ছিল সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার। স্লোগানে স্লোগানে তাঁরা মানব পাচার বিরোধী বার্তা ছড়িয়ে দেন পথচলতি সাধারণ মানুষের মাঝে।

র‍্যালি শেষে চালসা এলাকায় আয়োজিত হয় এক সচেতনতামূলক শিবির। সেখানে মানব পাচারের কারণ, কৌশল, সম্ভাব্য লক্ষণ ও তা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, বর্তমান সমাজে মানব পাচার একটি অদৃশ্য অথচ ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একমাত্র সচেতনতাই পারে এই সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে স্কুল স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা চলছে।

Awareness rally and camp in Dooars on World Anti-Human Trafficking Day; Spontaneous participation of students responds

এই শিবিরে উপস্থিত ছিলেন মেটেলি থানার আইসি মিংমা লেপচা ও থানার অন্যান্য পুলিশকর্মীরা। ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, সহ-সভাপতি বিদ্যা বারলা, সমাজসেবী দীপক ভুজেলসহ একাধিক বিশিষ্টজন। তাঁদের মতে, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ একসাথে কাজ করলে মানব পাচারের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে বাস্তবিক লড়াই সম্ভব।

উদ্যোক্তাদের বক্তব্য, এই কর্মসূচির মাধ্যমে শুধু ছাত্রছাত্রী নয়, স্থানীয় বাসিন্দারাও মানব পাচার সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। সমাজের সর্বস্তরে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তাঁরা।

ডুয়ার্সের মতো সীমান্তবর্তী এলাকায় এই ধরনের সচেতনতামূলক পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, বলছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *