ডিজিটাল ডেস্ক : মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘বহুরূপী’-র টিজার। আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী এবং শিবপ্রসাদ-কৌশানির জুটি ছবির মূল আকর্ষণ হতে চলেছে। বহুরূপী একজন ব্যাঙ্ক ডাকাত ও একজন সুপারকপের কাহিনি। বোঝাই যায়, কীভাবে গুটিয়ে আনা হবে রহস্যের জাল তা নিয়েই তৈরি হয়েছে এই ছবি। সঙ্গে শিবপ্রসাদের দুরন্ত অভিনয় তো বাড়তি পাওনা। নীচে রইল বহুরূপী’র টিজার।
