সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ অক্টোবর’২৩ : জামিনের আবেদন নাকচ। দম্পতির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত জলপাইগুড়ি তৃণমূলের যুব সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জীকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ি সিজেএম আদালত। উল্লেখ্য, গত ১ এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা সুবোধ ভট্টাচার্য ও অপর্না ভট্টাচার্য আত্মহত্যা করেন। আত্মহত্যার জন্য চারজনকে সুইসাইড নোটে দায়ী করে যান দম্পতি।

তিনজন গ্রেপ্তার হলেও জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সৈকত চ্যাটার্জী। গত ১৬ জুন হাইকোর্টে আগাম জামিনের আবেদন নাকচ হয়ে যেতেই গ্রেপ্তার এড়াতে কার্যত গা ঢাকা দেন তিনি। এরপর সুপ্রিম কোর্টেও আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে জেলা আদালতে হাজির হন সৈকত। সিজেএম আদালতে জামিনের আবেদন জানান।

জামিনের আবেদন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আপাতত আগামী দুদিন পুলিশ হেফাজতে থাকতে হবে সৈকতকে। ১৮ তারিখ ফের আদালতে হাজিরার নির্দেশ।