সংবাদদাতা, জলপাইগুড়ি : সরকারি দপ্তরে গুলি কাণ্ডে জলপাইগুড়িতে ফরেনসিক বিভাগের ব্যালেস্টিক বিশেষজ্ঞ। রবিবার
ব্যালেস্টিক বিশেষজ্ঞ ড: চিত্রাক্ষ সরকার জলপাইগুড়ি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এস্টাবলিশমেন্ট বিভাগে নমুনা সংগ্রহ করেন।

প্রাথমিক তদন্তে একপ্রকার নিশ্চিত ব্যালেস্টিক বিশেষজ্ঞ যে সরকারি দপ্তরে গুলিই চলেছিল বলে সূত্রের খবর। তবে সংবাদ মাধ্যমকে সরাসরি কিছু না জানালেও প্রাথমিক তদন্তে অনুমান ঐদিন দপ্তরে গুলিই চলেছিল। তবে তদন্তের এখনও বেশকিছু ধাপ বাকি রয়েছে। কে বা কারা গুলি চালিয়েছিল, কোন জায়গা থেকে গুলি চলেছিল- সে সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত করছে পুলিশ। উল্লেখ্য, গত ২৮ মার্চ জলপাইগুড়ি জেলা ভুমি ও সংস্কার দপ্তরের ঢুকে জমির পাট্টা সংক্রান্ত বিষয় নিয়ে আধিকারিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পরের দিন দপ্তরের এস্টাবলিশমেন্টের সেক্সনে বেশ কয়েকটি জায়গায় গুলির মতো চিহ্ন নজরে পড়ে কর্মীদের। দপ্তরের জানালার কাঁচে ছোট ফুটো রয়েছে দেখা যায়। এছাড়া দপ্তরের আলমারিতেও একটি বুলেট বিঁধে থাকার মতো চিহ্ন দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার কিনারা করতে ফরেনসিক বিভাগের ব্যালেস্টিক বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়। এদিন কলকাতা থেকে এক বিশেষজ্ঞ দপ্তরে পরীক্ষা করে দেখেন।

এই বিষয়ে নিয়ে ব্যালেস্টিক বিশেষজ্ঞ ড: চিত্রাক্ষ সরকার বিশেষ কিছু বলতে না চাইলেও তিনি বলেন তদন্ত শুরু করা হয়েছে।
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গনপত টেলিফোনে বলেন বিশেষজ্ঞ দল এসেছে। তারা তদন্ত করে রিপোর্ট জমা দেবেন।