উঠে গেছে নিষেধাজ্ঞা ; এবার শুরু হবে রাস্তার কাজ – আশ্বাস SJDA র

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর : নদী থেকে বালি পাথর তোলার কাজ বন্ধ থাকার কারনে ওয়ার্ক অর্ডার পাওয়ার পরেও রাস্তার কাজ শুরু করতে পারেনি একাধিক এজেন্সি। উল্লেখ্য, শহর জলপাইগুড়ির বেহাল গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে নতুন ব্রীজ রায়কতপাড়া শনিমন্দির মোড় এলাকার অর্ধ সমাপ্ত রাস্তা বেহাল অবস্থায় রয়েছে একপাশ বলে অভিযোগ। এদিকে পুজোর আর কয়েকটা দিন বাকি।

এ বিষয়ে এক টোটোচালক অরিজিৎ সাহা বলেন, আগে সম্পূর্ন বেহাল অবস্থায় ছিল রাস্তাটি। তবে এখন কিছুটা সংস্কারের কাজ হয়েছে। সম্পূর্ণভাবে রাস্তা তৈরী হলে চলাচলের সুবিধা হবে বলে তিনি জানান। এই পরিস্থিতিতে বেহাল রাস্তা সংস্কার করা হবে কিনা তানিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

Ban lifted;  Road work will start now - assurance of SJDA

তবে এই পরিস্থিতিতে রাস্তা সংস্কার নিয়ে আশ্বস্ত করছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এস জে ডি এ)। এসজেডিএ’এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, যেহেতু নদী থেকে বালি পাথর তোলার নিষেধাজ্ঞা উঠে গেছে, তাই দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে পুজোর আগেই কাজ শেষ হয়ে যাবে। বেশ কয়েক মাস আগে জলপাইগুড়ি পুরসভার ২৫ টি ওয়ার্ডের একাধিক বেহাল রাস্তা সংস্কার করার জন্য পুরসভার পক্ষ থেকে এসজেডিএ’কে অনুরোধ করা হয়েছিল। সেই অনুসারে এসজেডিএ রাস্তার সংস্কারের ডিপিআর তৈরি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছেও পাঠায়। পরবর্তীতে বেশ কয়েকটি রাস্তার অনুমোদনও আসে। এসজেডিএ সুত্রের খবর, অনুমোদন আসার পরেই বেশ কিছু রাস্তার টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু এজেন্সিগুলি কাজ শুরু করতে পারেনিবালি পাথর তোলার নিষেধাজ্ঞা থাকায়। এই বিষয় নিয়ে চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন এখন কাজগুলি দ্রুত শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *