জলপাইগুড়ি : কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের বিনামূল্যের “বাংলা শস্য বীমা” প্রকল্প নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর প্রাঙ্গণ থেকে খরিফ ২০২৫-এর প্রচারমূলক ট্যাবলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেচারাম মান্না।

উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভীন, জেলাপরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ কৃষি দপ্তরের আধিকারিকরা।
মন্ত্রী জানান, আগে যেখানে আমন ধানের জন্য ৫২ হাজার কৃষক নথিভুক্ত ছিলেন, এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজারে। ২০১৯ সাল থেকে এই প্রকল্পে প্রিমিয়ামের সমস্ত খরচ বহন করছে রাজ্য সরকার। জেলার প্রতিটি ব্লকে ঘুরে ট্যাবলো কৃষকদের কাছে প্রকল্পের সুবিধাগুলি তুলে ধরবে।