বাংলা আমার দ্বিতীয় ঘর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে দাবি রাজ্যপালের


বিশ্বজিৎ নাথ, কলকাতা : সরস্বতী পুজোর দিন হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে বাংলার রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছিলেন বাংলার নব নিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর শনিবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেন।

দিল্লি সফর শেষে রবিবার সকালে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে আসেন সস্ত্রীক রাজ্যপাল। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন,বাংলা আমার দ্বিতীয় ঘর। এখানকার মানুষকে আমি অন্তর থেকে ভালোবাসি। রাজ্যপাল আরও বলেন, বাংলার অন্যতম তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর।

Bangla my second house by offering pooja at Dakshineshwar temple the governor demanded

এখানকার মাটি ঠাকুর রামকৃষ্ণদেবের পদধুলিতে ধন্য। তাই মা ভবতারিণী কাছে পুজো দিয়ে তৃপ্তি অনুভব করলাম। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের বিষয়ে এদিন তিনি এড়িয়ে গেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *