বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু পাচারকারী নিহত, চাঞ্চল্য সিং পাড়ায়

জলপাইগুড়ি : বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু পাচারকারী নিহত, চাঞ্চল্য সিং পাড়ায়।

জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সিং পাড়া এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু পাচারকারী নিহত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত পাচারকারীর নাম মোহাম্মদ আনোয়ার। তিনি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার ভজনপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিএসএফ সূত্রে খবর, এদিন গভীর রাতে ১৫-২০ জন পাচারকারীর একটি দল গরু নিয়ে উন্মুক্ত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে ফিরছিল। এই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের আটকানোর চেষ্টা করেন। কিন্তু পাচারকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএসএফের ওপর আক্রমণ চালায়। আত্মরক্ষার জন্য বিএসএফের পক্ষ থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আনোয়ারের মৃত্যু হয়। তবে দলের বাকি পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিএসএফ জানায়, পালিয়ে যাওয়ার সময় পাচারকারীরা বেশ কয়েকটি গরু নিয়ে গেলেও একটি গরু উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে সাধন সাউড়ি নামে এক বিএসএফ জওয়ান আহত হন। তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাণক্য বিওপির অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডেন্ট মনোজ কুমার জানান, ঘটনার বিষয়ে পুলিশে একটি অভিযোগ দায়ের করা হবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *