চোপড়া, উত্তর দিনাজপুর : বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে ভারতে প্রবেশ করতেই সীমান্তরক্ষী বাহিনীর (BSF) হাতে ধরা পড়ল এক নাবালিকা। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিএসএফ নাবালিকাকে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয়, পরে তাকে হোমে পাঠানো হয়েছে।
জানা গেছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকার পরিবার ইসকনের ভক্ত। শুধুমাত্র এই কারণেই তাকে বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে। পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় বাধ্য হয়ে সে ভারতে পালিয়ে আসে।

পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়েছিল নাবালিকা। তার কাছ থেকে আত্মীয়ের ফোন নম্বর উদ্ধার করে পুলিশ রাতেই যোগাযোগ করে। আত্মীয়দের চোপড়া থানায় ডেকে পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়।
নাবালিকাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এরপর জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এই ঘটনা সীমান্ত এলাকায় মানবিক সংকটের দিকটি উন্মোচন করেছে। নির্যাতিতদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিএসএফ ও পুলিশের প্রাথমিক তদন্ত চলছে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।