অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

জলপাইগুড়ি: অবৈধভাবে ভারতে প্রবেশ করে শেষ রক্ষা হল না। ভোরের আলো থানার পুলিশ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন।

সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জানা গেছে, ধৃত ব্যক্তি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা।

Bangladeshi national arrested for illegally entering India

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তার কাছ থেকে কিছু নথিপত্রও উদ্ধার করা হয়েছে। ওই নথিগুলি যাচাই করে দেখা হচ্ছে। পুলিশ আরও তদন্ত চালিয়ে দেখছে, তিনি একাই ভারতে প্রবেশ করেছিলেন, নাকি এর পেছনে কোনও চক্র কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *