নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ জুন ২০২২ : ‘বাংলার বাড়ি’ ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। জেলাশাসক ও পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বাংলার বাড়ি ফ্ল্যাট বিলি করা হবে সামান্য মূল্যে। গরিব পরিবার যারা আর্থিকভাবে দুর্বল জেলা প্রশাসনের সার্টিফিকেট রয়েছে এরকম পরিবারদের দেওয়া হবে এই বাংলার বাড়ি। এসজেডিএ তরফে জানানো হয়েছে পাহাড়পুরের স্থায়ী সার্কিট বেঞ্চের পাশে ফ্ল্যাট তৈরি করা হয়েছে। সেখানে ইতিমধ্যে ২৪টি ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। মোট ৬৪টি ফ্ল্যাট বিলি করা হবে বলে জানালেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।

সোমবার জলপাইগুড়ি হাসপাতাল পাড়া স্থিত এসজেডিএ দফতরে সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন, সি ডাব্লু এস সার্টিফিকেট রয়েছে এরকম পরিবারকে দেওয়া হবে বাংলার বাড়ি। ২৪টি বাড়ি প্রস্তুত, ইলেকট্রিকের কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে বাংলার বাড়ির ২৪টি ফ্ল্যাট দেওয়া যাবে। তবে জেলাশাসক ও পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সব সিদ্ধান্ত নেওয়া হবে।