বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৩ আগস্ট’২৩ : ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত ব্যারাকপুর গভমেন্ট হাইস্কুল। ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষনের অভাবে বেহাল দশায় পরিণত এই স্কুল ভবন। রয়েছে শিক্ষকের অভাবও।

স্কুল ভবনের বেহাল দশা ছাড়াও বিভিন্ন অভিযোগে বুধবার স্কুলের সামনে বিক্ষোভ দেখলো অভিভাবকরা। বিক্ষোভ শেষে তারা ভারপ্রাপ্ত শিক্ষক অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ছাদের চাঙর খসে পড়ছে। জানলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। হেরিটেজ ভবনও বেহাল দশায় পরিণত। শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাসও হচ্ছে না। সাফাই না হওয়ায় স্কুলের মাঠ জঙ্গলে ছেয়ে গিয়েছে। স্কুলের শোচনীয় অবস্থা ও অভাব-অভিযোগ নিয়ে ভারপ্রাপ্ত শিক্ষক অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, স্কুলবাড়ি সংস্কারের জন্য পি ডব্লু ডি ও হেরিটেজ কমিশনে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি।

অমিতাভ বাবুর বক্তব্য, স্কুলে নেই প্রধান শিক্ষক। অভাব রয়েছে সহকারী শিক্ষকের। নন টিচিং স্টাফেরও যথেষ্ট অভাব রয়েছে। একমাত্র রাষ্ট্রীয় বিজ্ঞানের শিক্ষক হয়েও, তাকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল ও সপ্তম শ্রেণীর বাংলা ক্লাস নিতে হচ্ছে। তবুও তিনি স্কুলের পরিস্থিতি বদলানোর চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।
