জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি গৌড়ীয় মঠে

সংবাদদাতা, জলপাইগুড়ি : আজ রবিবার জৈষ্ঠ্য মাসের শুক্লপক্ষের পূণির্মা তিথিতে শ্রীশ্রী জগন্নাথদেবের মহা স্নানযাত্রা মহা সমারোহে অনুষ্ঠিত হল জলপাইগুড়ি গৌড়ীয় মঠে।


জ্যৈষ্ঠের খরতাপে যখন চারিদিক পুড়ছে সেই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে জগন্নাথদেব ১০৮ কলস জল দিয়ে স্নান করেন। এই স্নানই জগন্নাথ দেবের স্নানযাত্রা নামে পরিচিত। হিন্দু দেবতা  জগন্নাথের  ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয়। জগন্নাথের ভক্তদের বিশ্বাস, জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়।

আর জগন্নাথ দেবের সেই পবিত্র স্নানযাত্রার তিথিটিই হচ্ছে জৈষ্ঠ্য পূর্ণিমা বা দেবস্নানা পূর্ণিমা। আজ তা অনুষ্ঠিত হলো দেশের অন্যান্য স্থানের সাথে জলপাইগুড়ি গৌরীয় মঠে। অসংখ্য ভক্তের ভিড় ছিল এখানে। স্কন্দপুরাণ অনুসারে, পুরী রাজ ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রবর্তক। এদিন দারুব্রহ্মকে স্নান করানো হয় বলেই এর নাম দেবস্নানা পূর্ণিমা। এটি বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন। স্নান পর্ব সম্পন্ন হওয়ার পর গজবেশে সাজানো হয়।

এরপর জগন্নাথ দেব ১৫ দিন জ্বরে আক্রান্ত হয়ে লোকচক্ষুর অন্তরালে থাকেন যা অবসর বা অনাসর কাল নামে পরিচিত। জৈমিনি ঋষি স্নান যাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সংশয় নেই।” এদিন স্নান যাত্রাকে কেন্দ্র করে প্রচুর ভক্ত আসেন গৌড়ীয় মঠ প্রাঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *