মটরশুঁটির বাজার চাঙ্গা, দাম বাড়ায় খুশি চাষিরা

হলদিবাড়ি: শীতকাল গড়িয়ে গরম পড়তে না পড়তেই বাজারে মটরশুঁটির দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে। হলদিবাড়ি ও পার্শ্ববর্তী এলাকার বাজারগুলোতে ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মটরশুঁটি। শীতের শুরুতে যখন সরবরাহ বেশি ছিল, তখন তুলনামূলক কম দামে বিক্রি হলেও এখন চাহিদা বেড়ে যাওয়ায় মূল্যও বেড়েছে। আর এই দামবৃদ্ধিতে উচ্ছ্বসিত চাষিরা।

সিম জাতীয় এই সবজিটি মূলত বেলে-দোআঁশ ও এঁটেল মাটিতে ভালো ফলন দেয়। তবে নদীর পারের এঁটেল মাটিতে এর উৎপাদন আরও বেশি হয় বলে জানান কৃষকরা।

সন্ন্যাসীপাড়ার চাষি নলিগোপাল সিদ্ধা বলেন, “অন্যান্য সবজির দাম এখনো কম থাকলেও মটরশুঁটির বাজার বেশ ভালো। এতে কিছুটা হলেও আমরা লাভবান হতে পারবো।”

চাষিরা আশা করছেন, বাজারের এই ইতিবাচক প্রবণতা বজায় থাকলে তারা আরও বেশি আর্থিক লাভের মুখ দেখবেন। তবে বাজারের ওঠানামা কৃষকদের জন্য চ্যালেঞ্জও তৈরি করতে পারে। তাই সরকারি পর্যায়ে মূল্য স্থিতিশীল রাখার পদক্ষেপ নিলে তারা আরও বেশি উপকৃত হবেন বলে মনে করছেন কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *