বড়দিনের আগে সান্তাক্লজ তৈরি করে সংসারের হাল ফেরাচ্ছেন মুসলমান গৃহবধূ

Before Christmas Muslim housewives are restoring the life of the family by making Santa Claus

সংবাদদাতা, বাঁকুড়া, ২২ ডিসেম্বর’২৩ : বড়দিন আসছে। সেই আনন্দে সাজ সাজ রব চারদিকে। আর বড়দিন বললেই লালটুপি পরিহিত দাঁড়িওয়ালা যে বুড়োর কথা সবার প্রথমে মনে আসে, তিনি ছোট থেকে বড়- সকলের প্রিয় সান্তা ওরফে সান্তাক্লজ। বড়দিনের আগে ‘আনন্দের এই ফেরিওয়ালা’কে তৈরী করেই সংসারের হাল ফেরাচ্ছেন বাঁকুড়া জেলার ইন্দাসের বোনপুকুর গ্রামের গৃহবধূ কাজী নূরজাহান।

আগে এই গৃহবধূর স্বামীর একার রোজগারেই সংসার চলতো, ছেলেমেয়ের পড়াশুনা থেকে দৈনন্দিন সংসার খরচ সবই পরিবারের একজনের রোজগারের উপর নির্ভর করতে হতো। পরে স্বনির্ভর গোষ্ঠীতে নাম লেখানোর পর সংসারের হাল ফিরতে থাকে। স্থানীয় বিডিও অফিসে হাতের প্রশিক্ষণও মেলে। এখন শুধুমাত্র উল আর কাঁটা দিয়েই মাত্র ৬০ টাকা খরচ করে সান্তাক্লজ তৈরী শেষে পাইকারী দরে ৮০ টাকাতে বিক্রি করছেন তিনি। ফলে একদিকে সংসারের অভাব ঘুচেছে, অন্যদিকে স্বনির্ভর হওয়ার পথে অনেকখানি এগিয়ে গেছেন এই গ্রাম্য গৃহবধূ।

গৃহবধূ কাজী নূরজাহান বলেন, বছরের অন্যান্য সময় অন্য ধরণের কাজ করি। এখন বড়দিনের আগে সান্তাক্লজের চাহিদাই বেশী, আর সেই চাহিদার কথা ভেবেই সান্তাক্লজেই মনোনিবেশ করেছেন বলে তিনি জানান।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *