বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৬ জুন ২০২২ : “বাংলা কারও কাছে ভিক্ষা চায় না। ভিক্ষা করতে চায় না। ” বৃহস্পতিবার বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে লাইট এন্ড সাউন্ড সিস্টেমের উদ্বোধন এসে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, একসময় মন্দির কর্তৃপক্ষকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। মনে হয় কিছু শর্ত দেওয়া হয়েছিল। সেটা আমি জানি না। তবে মন্দির কমিটির সম্পাদক কুশল চৌধুরীকে একদিন ডেকে বললাম, কারও কাছে কিছু চাইতে হবে না। আমি যতটুকু পারবো, ততটুকুই করবো। দক্ষিণেশ্বরে হেলিপ্যাড সার্ভিসের ব্যবস্থা করে দেওয়ার এদিন আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বর মন্দিরে এসে পুজো দেওয়ার পর, মুখ্যমন্ত্রী কুঠীবাড়ি মিউজিয়াম ও দক্ষিণেশ্বরের ইতিহাস সম্বলিত একটি বইয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, তারাপীঠ, কচুয়া থেকে চাকলা ধাম, গঙ্গাসাগর, ফুরফুরা শরীফ, তারকেশ্বর, দীঘা, নামখানা, গঙ্গাসাগর সর্বত্র উন্নয়ন হয়েছে।

এখন কালীঘাটের কাজে হাত দিয়েছি। ৩০০ কোটি টাকা ব্যয়ে কালীঘাটে স্কাইওয়াক করা হবে দক্ষিণেশ্বরের মতোই। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন দক্ষিণেশ্বর মন্দির কমিটির অছি সম্পাদক কুশল চৌধুরী, মন্ত্রী সুজিত বসু, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক মদন মিত্র, তাপস রায় প্রমুখ।