“বঙ্গের পুলিশ বড্ড অসহায়” – অভিযোগ অর্জুন সিংয়ের

বিশ্বজিৎ নাথ : গার্ডেনরিচে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, “বঙ্গের পুলিশ বড্ড অসহায়। পুলিশের হাতে পিস্তল থাকলেও সেই পিস্তলে গুলি থাকে না। অথচ অপরাধীদের হাতে যেমন পিস্তল আছে, তেমনি গুলিও মজুত আছে।”

তিনি কটাক্ষ করে বলেন, “অপরাধীরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ করছে, আবার লোকজনকেও মারছে। বাংলার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন স্কটল্যান্ড পুলিশ বিগ জিরো। সিভিক ভলান্টিয়ার দিয়ে প্রশাসন চালানো হচ্ছে। দুষ্কৃতীরা নির্ভয়ে দাপিয়ে বেড়াচ্ছে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন কেবল তামাশা দেখছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *