করোনা কাটিয়ে ফের ছন্দে বাঙালীর দুর্গাপূজা, পাশাপাশি প্রকৃতিও যেন প্রস্তুত দেবীকে স্বাগত জানাতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ সেপ্টেম্বর : করোনা কাটিয়ে ফের ছন্দে বাঙালীর দুর্গাপূজা। ঢাক ও তাসার ছন্দে জলপাইগুড়ির বিভিন্ন মণ্ডপে এলো দুর্গা প্রতিমা। ভিড় করে দেখলো শহরবাসী ।

জলপাইগুড়ি শহরে শুরু হয়েছে মণ্ডপে দুর্গা প্রতিমা আনা। সোমবার রাতে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি দুর্গা পূজা কমিটি ঢাক, তাসা ও সাথে মহিলা পুরুষদের নাচের তালে দুর্গা প্রতিমাকে মণ্ডপে নিয়ে যায়। যে দৃশ্য বিগত দুই বছর দেখা যায় নি। প্রতিমা নিয়ে যাওয়ার এই দৃশ্য দেখতে রাস্তার দুধারে ভিড় করেছিল শহরবাসী।

অন্যদিকে প্রকৃতিও যেন প্রস্তুত দেবীকে স্বাগত জানাতে। আশ্বিনের ভোরে প্রথম কুয়াশা দেখা গেল জলপাইগুড়িতে। দেবী পক্ষের সূচনা হতেই প্রকৃতিও নিজেকে সাজিয়ে তুলছে মা দুর্গাকে বরণ করে নিতে, তিস্তা পাড়ে শরতের হিমেল হাওয়ায় দুলছে কাশ ফুল। ভোরের আলোকে ক্ষনিকের জন্য হলেও আটকে রাখছে কুয়াশা। সব মিলিয়ে জলপাইগুড়ির আকাশ বাতাস জানান দিচ্ছে উমার আগমনী বার্তা। মঙ্গলবার ভোরে দেখা গেল মাঠ, ঘাট, রেল স্টেশন পাতলা কুয়াশার চাদরে মুড়ে থাকতে। আর এই দৃশ্য দেখে শহরবাসির মনে জেগে উঠে উমার আগমনীর আনন্দ। প্রাতঃ ভ্রমণে বেরিয়ে কুয়াশা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে জলপাইগুড়িবাসী অভিজিৎ বোস বলেন, এটাই জলপাইগুড়ি, এর টানেই দুর দূরান্ত, দেশ বিদেশ থেকে পুজোর সময় ছুটে আসে সবাই। বছরের প্রথম কুয়াশা চোখে পড়তেই মনটা ভরে গেল পুজোর আনন্দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *