আশা কর্মীরা বেতন না পেয়ে বিক্ষোভ দেখাল ভাটপাড়া পুরসভায়

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৭ সেপ্টেম্বর’২৩ : বাড়ি বাড়ি ডেঙ্গুর সার্ভের কাজে যুক্ত আশা কর্মীরা গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। বেতনের দাবিতে বুধবার দুপুরে চেয়ারপার্সনের কাছে দরবার করতে যাচ্ছিলেন আশা কর্মীরা। অভিযোগ, রাফ-সহ ভাটপাড়া থানার পুলিশ গেটেই আটকে দেয় কর্মীদের। এরপর তারা ক্ষোভে ফেটে পড়েন।

Bhatpara municipality protested against Asha workers not getting salary

গেটের কাছে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এপ্রসঙ্গে উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ডেঙ্গুর সার্ভের কাজে যুক্ত আশা কর্মীদের বছরে ছয়মাস কাজ হয়। ডিসেম্বর মাস ও জুলাই মাসে দু’টো করে পেমেন্ট হয়েছে। আজকেও ওদের একাউন্টে টাকা পাঠানো হয়েছে। একটু ভূল বোঝাবুঝির কারনে এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *