ভাওয়াইয়া উৎসব জলপাইগুড়িতে। একদিনের এই উৎসবে ভাওয়াইয়া শিল্পীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুর ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতার আসর বসল শনিবার৷ এদিন পুরসভার প্রয়াস হল ঘরে প্রতিযোগিতায় পুর এলাকার শিল্পীরা অংশগ্রহণ করেন। রাজ্যের প্রত্যেক ব্লকে ও পুরসভা এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল‍্যাণ দফতরের উদ্যোগে জলপাইগুড়ি পুরসভার পরিচালনায় ৩৪তম রাজ‍্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে।

Bhavaya festival at Jalpaiguri

এদিনের প্রতিযোগিতায় চটকা ও দরিয়া দুটি বিষয়ে প্রায় ৪০ জন শিল্পী অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল সহ স্বরূপ মন্ডল, অরিন্দম বিশ্বাস, দিলিপ বর্মা, তাপস দত্ত।প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন শিল্পী দুর্গা রায় ও রুমা রায় প্রধান। পুরমাতা পাপিয়া পাল বলেন,”এই প্রতিযোগিতা থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *