জলপাইগুড়িতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান শুরু

জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “সবুজ সাথী”র অধীনে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে এ বছরের সাইকেল প্রদান কর্মসূচির সূচনা করা হলো। বুধবার জলপাইগুড়ি শহরের একাধিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে টোকেন সাইকেল প্রদান করা হয়।

পুরমাতা পাপিয়া পাল এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ পুরপিতা সৈকত চ্যাটার্জি, পুরসভার আধিকারিক দেবদুলাল পাত্র এবং সুপারিনটেনডেন্ট তাপস দত্ত। ওয়েলফেয়ার সংলগ্ন একটি অফিস থেকে সাইকেল বিতরণ করা হয়।

Bicycle delivery of Sabuj Sathi project started in Jalpaiguri

পাপিয়া পাল বলেন, “সবুজ সাথী প্রকল্পটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের একটি প্রকল্প। বিগত দশ বছর ধরে এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সাইকেল প্রদান করা হচ্ছে। আজকের টোকেন সাইকেল প্রদানের মাধ্যমে এ বছরের কর্মসূচির সূচনা হলো।”

এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা স্কুলে যাতায়াতের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *